জাতীয় স্বাস্থ্যনীতি একটি দেশের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতে পথনির্দেশক এবং অঙ্গীকারের দলিল। দেশের বিদ্যমান আইন এবং বিধানবলি যুগোপযোগী না করা হলে জাতীয় স্বাস্থ্যনীতির সুফল মিলবে না।
বাংলাদেশের আগামী স্বাস্থ্যনীতি কেমন হওয়া উচিত তা আলোচনার আগে মোটাদাগে তিনটি ক্ষেত্র চিহ্নিত করা যেতে পারে। প্রথমত, বিদ্যমান আইন, নীতিমালা, যেগুলোর হালনাগাদ আবশ্যক। দ্বিতীয়ত, পূর্ববর্তী স্বাস্থ্যনীতি ও স্বাস্থ্য কর্মসূচিতে প্রস্তাবিত বিষয়, যেগুলো বাস্তবায়ন হয়নি এবং অন্যান্য ত্রুটি-বিচ্যুতি। তৃতীয়ত, নতুন বিধি, কাঠামো এবং প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় সেবা নিশ্চিতে প্রথমেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করা জরুরি